ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনাকে সমালোচনা করে বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার প্রস্তাবই এর ‘প্রধান সমস্যা’। শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি বলেন, বলপ্রয়োগের মাধ্যমে রাশিয়ার দখলে নেওয়া ভূমি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলে তা বিশ্বে এক বিপজ্জনক নজির স্থাপন করবে। খসড়া পরিকল্পনায় খেরসন ও জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইন স্থগিত করার প্রস্তাব রয়েছে, যা কার্যত মস্কোকে ওই অঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ দেবে। এছাড়া, পূর্ব দনবাস অঞ্চলের কিছু এলাকা রাশিয়ার কাছে হস্তান্তরের প্রস্তাবও রয়েছে, যা ইউক্রেনের জন্য বড় উদ্বেগের কারণ বলে জেলেনস্কি উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, দনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেন আবারও রাশিয়ার আক্রমণের ঝুঁকিতে পড়বে।