জামায়াতে ইসলামী’র সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম অভিযোগ করেছেন যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর চেষ্টা করছেন। রোববার রাতে রংপুরের তারাগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না এবং দেশটিই একমাত্র বাংলাদেশকে আক্রমণ করতে পারে। তিনি আরও দাবি করেন, হাসিনা তাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন, তবে তিনি পরে নির্দোষ প্রমাণিত হন। দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে এবং নির্বাচিত হলে জনগণের করের টাকা জনগণের স্বার্থে ব্যয় করা হবে। সভাটি আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন।