Web Analytics
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার চার্জশিটে আপত্তি থাকলে মামলার বাদী আবদুল্লাহ আল জাবেরকে ১২ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন বলে আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে।

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ গত ৬ জানুয়ারি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং প্রধান আসামিসহ ছয়জন পলাতক রয়েছেন। আটক আসামিদের মধ্যে ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও কয়েকজন সহযোগী রয়েছেন।

পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলার পরবর্তী কার্যক্রম বাদীর উপস্থিতি ও আপত্তির ওপর নির্ভর করবে।

Card image

Related Videos

logo
No data found yet!