অন্তর্বতী সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার দাবি জানিয়েছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে দেওয়া হয়েছে। সীমান্ত হত্যা, ভূমি দখল, অবৈধ পুশইন, পানি আগ্রাসন ও সাংস্কৃতিক হস্তক্ষেপের মাধ্যমে ভারত বন্ধুর ছদ্মবেশে শত্রু প্রমাণ করেছে। তিনি সতর্ক করেন, ভবিষ্যতে দেশের মসনদে এমন স্বৈরাচারী ও ভারতীয় দাস যেন না বসে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।