Web Analytics
ইরানের দেহদাশত শহরের ঐতিহাসিক বেলাদশাপুর এলাকার নিচে প্রায় সাত হাজার বছরের প্রাগৈতিহাসিক এক গ্রাম আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। প্রত্নতাত্ত্বিক জবিহুল্লাহ মাসউদিনিয়ার নেতৃত্বে পরিচালিত খননে ৫ম ও ৬ষ্ঠ সহস্রাব্দ খ্রিস্টপূর্ব সময়কার বসতির স্তর পাওয়া গেছে। এটি দেহদাশতে প্রথম আনুষ্ঠানিক প্রত্নতাত্ত্বিক গবেষণা, যা অঞ্চলটির নবপাথরিক যুগ থেকে ইসলামী যুগ পর্যন্ত ধারাবাহিক বসতির প্রমাণ দিয়েছে। গবেষকেরা জানান, উপরের স্তরে ইসলামী যুগের স্থাপত্যের নিচে পাওয়া গেছে প্রাচীন মৃৎপাত্র ও সাংস্কৃতিক নিদর্শন। উত্তপ্ত পাথরের টুকরো পাওয়া গেছে, যা দিয়ে সে সময়ের মানুষ দুধ বা পানি গরম করত—এটি প্রাচীন প্রযুক্তির গুরুত্বপূর্ণ ইঙ্গিত। শহরের উত্তরাংশে প্রাচীন কানাত পানি সরবরাহ ব্যবস্থার ধ্বংসাবশেষও মিলেছে। বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ইরানের প্রাচীন নগরবসতির ইতিহাসে নতুন দৃষ্টিভঙ্গি আনবে। ইতিমধ্যে স্থানে একটি ছোট গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে গভীর স্তরের নিদর্শন সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।