৫ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন। তার মধ্যে অধিকাংশই কলকাতায়। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসআপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। ৫ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন। এরা সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে, অন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। দক্ষিণের সর্বহারা বাহিনীসহ নিষিদ্ধ সব সংগঠনগুলোকে সক্রিয় করছে তারা। লীগ নেতারা জানিয়েছে, এসব হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এসব কর্মকাণ্ড দেখভালের জন্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কোর কমিটি হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন।