এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, তুমি কী চাও সেটাই আসল। যে কাজে তুমি দক্ষ, সেটি খুঁজে নাও এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাসনাত বলেন, পড়াশোনা ভালো না লাগা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় পারদর্শী, কেউ গান গাইতে পারে, এগুলো হতে পারে পেশা। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়। তিনি বলেন, আমরা যে যাই হই না কেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্যকিছু- অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি। আরো বলেন, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সালাত ও ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুই শক্তির মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।