দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টে হেরে সমালোচনার মুখে পড়েছে ভারত। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান তোলে, যেখানে সেনুরান মুথুসামি করেন ১০২ রান এবং মার্কু জেনসেন মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ইনিংস চলাকালে ভারতীয় বোলার কুলদীপ যাদব ওভার শুরু করতে দেরি করায় অধিনায়ক ঋষভ পন্থ ক্ষুব্ধ হন। ধীর ওভার রেটের জন্য আম্পায়ার দুইবার সতর্ক করার পর পন্থ কুলদীপকে দ্রুত বল করতে বলেন এবং দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। পন্থের মন্তব্য, ‘তোরা টেস্ট ক্রিকেটকে রসিকতার জায়গায় নিয়ে গিয়েছিস’, সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এই পরাজয় ভারতের টেস্ট পারফরম্যান্স ও শৃঙ্খলা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।