রোববার সন্ধ্যায় প্রাথমিক ফলাফলে দেখা গেছে, জার্মানির কেন্দ্র-ডানপন্থি খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) নির্বাচনে বিজয়ী হতে চলেছে, আর কট্টর ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানি (আইএফডি) দ্বিতীয় বৃহত্তম দল হতে যাচ্ছে। এতে সিডিইউ'র প্রধান কার্যালয়ে উচ্ছ্বাসের ধ্বনি ওঠে। তবে দলের নেতা ফ্রিডরিখ মের্ৎসের অভিবাসন নীতির বিরুদ্ধে দলীয় কার্যালয়ের বাইরে একটি ছোট বিক্ষোভ হয়েছে। সিডিইউ ২৮.৮% ভোট পেয়েছে, যার ফলে মের্ৎস এই প্রথম সরকার গঠন করতে যাচ্ছেন। আএফডি ২০.২% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে, যা দলের জন্য এক বড় সাফল্য। আর চ্যান্সেলর ওলাফ শলৎজের মধ্যবামপন্থি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ১৬.২% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে!