বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, সংবধিানে পিআর নির্বাচন বিষয় নেই, সরাসরি ভোট দেওয়ার কথা আছে, সরাসরি প্রতিনিধি নির্বাচনের কথা আছে। কাজেই পিআর নিয়ে যারা কথা বলছেন তারা আগামী নির্বাচনে জনগণের কাছে যাবেন জনগণ যদি গ্রহণ করে তখন সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, কিন্তু রাজপথে থেকে পিআর পদ্ধতি আদায় করে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে আলোচনার টেবিলেও আছেন রাজপথ গরম করার চেষ্ঠাও করছেন তাতে কি নির্বাচন বা গণতন্ত্রকে কলঙ্কিত করার চেষ্ঠা করছেন কি না সেই সাথে স্বৈরাচার আসার রাস্তা করে দিচ্ছেন কি না, সেই বিষয়ে খেয়াল রাখার জন্য বলেন। ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।