মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধর্ম ও সম্প্রীতি সেল। সোমবার এক বিবৃতিতে দলটি জানায়, মতবিরোধ বা অভিযোগ যাই থাকুক না কেন, সহিংসতা বা আইনহীনতার কোনো বৈধতা নেই। এনসিপি মনে করে, বাউল, সুফি, ফকিরসহ আধ্যাত্মিক ধারাগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এই বৈচিত্র্য রক্ষা করা মানবিক রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা বজায় রাখে। দলটি ধর্মীয় মতভেদে সহিংসতা নয়, বরং সংলাপ, ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে সমাধানের আহ্বান জানায়। বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্বশীল আলেম সমাজের উচিত মানুষকে সংযম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখার ভূমিকা পালন করা। শান্তিপূর্ণ দাওয়াত ও জ্ঞানভিত্তিক সংলাপই দ্বীনের প্রকৃত পথ বলে এনসিপি পুনর্ব্যক্ত করেছে।