কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় প্রধান বন্দর বুয়েনাভেন্তুরা থেকে ১৪ টন কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি গুদাম থেকে এসব কোকেন উদ্ধার করা হয় এবং অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই অভিযানকে দেশের মাদকবিরোধী প্রচেষ্টার বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে কলম্বিয়া যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে, কারণ ওয়াশিংটন সম্প্রতি দেশটির মাদকবিরোধী পদক্ষেপকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে এবং আর্থিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মাদকবিরোধী যুদ্ধে কলম্বিয়াকে মিত্র তালিকা থেকে বাদ দেওয়ার কথাও জানানো হয়েছে। পেট্রো দীর্ঘদিন ধরে মার্কিন মাদকবিরোধী নীতির সমালোচনা করে আসছেন এবং যুক্তরাষ্ট্রের নৌ অভিযানকে ‘বিচারবহির্ভূত হত্যা’ বলে অভিহিত করেছেন।