ইসরাইলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন বলেন, ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন—ট্রাম্প বিশ্বাস করেন নেতানিয়াহু তার সঙ্গে ‘প্রতারণা’ করছেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ট্রাম্পকে সবচেয়ে বেশি ক্ষেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন’। কোজিন জানান, ইরান ও ইয়েমেনের হুথিদের বিষয়ে ইসরাইলি সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি না দেওয়াও যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের অবনতির একটি অন্যতম কারণ। এদিকে, গাজায় চালানো অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।