ইসরাইলি সংসদ নেসেট অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে, যা কার্যত ফিলিস্তিনি ভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্ব বিস্তারের সমান। ২৫-২৪ ভোটে অল্প ব্যবধানে পাস হওয়া এই বিল আইন হিসেবে কার্যকর হতে আরও তিনটি ধাপ অতিক্রম করতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী ও বিরোধী এমপি সমর্থন দেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাস ও কাতার, সৌদি আরব ও জর্ডানের মতো দেশগুলো এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে। সমালোচকেরা বলছেন, এটি দ্বিরাষ্ট্র সমাধানকে বাধাগ্রস্ত করবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখল আরও জোরদার করবে।