Web Analytics
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে ফরমটি সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, মো. আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিনাজপুরের কন্যা এবং এবার স্থানীয় ভোটাররা তাকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দিনাজপুরবাসী বিপুল ভোটে তাকে বিজয়ী করবেন।

খালেদা জিয়ার অসুস্থতা সত্ত্বেও জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এই মনোনয়ন সংগ্রহ বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!