জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তারা শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরে রওনা দেন। আগে তারা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজিতে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তত্ত্বাবধানে তাদের টিকেটের ব্যবস্থা করা হয়। বিশেষায়িত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশে বিদেশে পাঠানোর কার্যক্রম চলছে এবং আরও কয়েকজনকে পাঠানোর পরিকল্পনা রয়েছে।