সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করেছে। হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) দপ্তর ১০ নভেম্বর এক নির্দেশনা জারি করে জানায়, আয়কর আইন-২০২৩ অনুযায়ী পুরুষ কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মচারীর ৩০,৩৫৭ টাকার বেশি হলে তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে বেতন বিল প্রস্তুতের সময় উৎসে কর কর্তন করতে হবে। ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী কর কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট উত্তোলন কর্মকর্তার ওপর বর্তাবে। দেশের সব প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক এবং উপজেলা হিসাব কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। এই নির্দেশনা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের ৭ অক্টোবরের চিঠির সূত্রে জারি করা হয়েছে, যেখানে উৎসে কর কর্তনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল।