বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে পেহেলগাম হামলার কারণ হিসেবে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির কথা স্বীকার করেছে বিজেপি সরকার। সরকারের কাছে বিরোধী দলগুলো জানতে চান, ‘কোথায় ছিল নিরাপত্তা বাহিনী? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী কোথায় ছিল?’ সরকারের ঊর্ধ্বতনরা বলেছেন, পেহেলগামের কাছে বৈসরণ এলাকাটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার আগে স্থানীয় প্রশাসন নিরাপত্তা সংস্থাগুলোকে কিছু জানায়নি। সাধারণত, জুনের অমরনাথ যাত্রা পর্যন্ত বৈসরণে যাতায়াতে বিধিনিষেধ থাকে। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর নিয়েও বৈঠকে উদ্বেগ জানানো হয়। উত্তরে সরকার বলেছে, পাহাড়ি অবকাঠামোগত কারণে এই দেরি হয়েছে। বৈঠকে দলগুলো এ প্রসঙ্গে সরকারের নীতিতে সমর্থনের কথা জানিয়েছে।