বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধে শুক্রবার বিকেলে সফলভাবে এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, সতর্কতার সঙ্গে সম্পন্ন এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
এদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি থাকলেও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা পিছিয়ে গেছে। জার্মানিতে তৈরি বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং সবকিছু স্বাভাবিক থাকলে রোববার তার লন্ডন যাত্রা নির্ধারিত হয়েছে। তার সঙ্গে যাবেন মেডিকেল বোর্ডের সদস্য ও পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে এবং চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরাও এতে যুক্ত রয়েছেন।