সাভারে গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়িতে আগুন, ভবন ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ড্যাফোডিল কর্তৃপক্ষের অভিযোগ, সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীদের আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে।
মঙ্গলবার ড্যাফোডিলের স্মার্ট সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর আমিনুল ইসলাম জানান, সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে এমন ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।
ঘটনার সূত্রপাত হয় সাভারের খাগান এলাকায়, যেখানে সামান্য কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উভয়পক্ষ হামলা চালায়। ড্যাফোডিল শিক্ষার্থীরা রাত ১২টার দিকে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস, ল্যাবসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় দুই শতাধিক আহত হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের পর থেকে সিটি বিশ্ববিদ্যালয়ে নীরবতা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে। এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে।