চলমান যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর গাজা, দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে একাধিক হামলা হয়। গাজার রিমাল এলাকায় ড্রোন হামলায় ১১ জন নিহত হন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের দাবি, ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে, এতে ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা এসব হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাস যোদ্ধাদের হামলার জবাবে অভিযান চালিয়ে পাঁচ সিনিয়র যোদ্ধাকে হত্যা করা হয়েছে। হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।