বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের ঘোষণা দিয়েছেন যে, তিনি নির্বাচনি প্রচারণায় কোনো রাজনৈতিক দলের সমালোচনা করবেন না। বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যায় না। তিনি সাংবাদিকতাকে স্বাধীন ও প্রতিবাদী পেশা হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা দুর্নীতিবাজদের আতঙ্ক, অথচ রাজনৈতিক দলগুলো তাদের কাছ থেকে শুধু প্রশংসা চায়। তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সভায় উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও আদমদীঘি ও সান্তাহার প্রেস ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।