সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ৭০ হাজার মেট্রিক টন সার, ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ও ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড ক্রয়সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির ৫২তম সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। খাদ্য মন্ত্রণালয় ২০২৫–২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রায় ২২০ কোটি ৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে, যা জাতীয় খাদ্য মজুত জোরদারে সহায়ক হবে।
কৃষিখাতে সার সরবরাহ নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের কয়েকটি প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেডের জন্য প্রায় ৯৭ কোটি ৭০ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি, কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া এবং সৌদি সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া ক্রয়।
অবকাঠামো খাতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদনের সুপারিশ করা হয়েছে, যার ব্যয় প্রায় ১৮৪ কোটি ৯১ লাখ টাকা। কর্মকর্তারা জানান, এসব ক্রয় দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকদের সার সরবরাহ এবং নৌপরিবহন অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে।