যশোরের কেশবপুরে সরকারি ও ওয়াকফ সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম খানের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তিনি নতুনভাবে নির্মিত ১৬টি দোকানের কাজ বন্ধের নির্দেশ দেন। এর আগে সালাম খান ওই এলাকায় ১২টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, যশোর–সাতক্ষীরা সড়ক সংলগ্ন ওই জমি জেলা পরিষদ ও ওয়াকফ এস্টেটের মালিকানাধীন। সালাম খান এসব দোকান বরাদ্দ দিয়ে প্রায় ৪৮ লাখ টাকা অগ্রিম নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, ওয়াকফ সম্পত্তির আয় মসজিদের রক্ষণাবেক্ষণে ব্যবহারের কথা থাকলেও তা ব্যক্তিগতভাবে ভোগ করা হচ্ছে।
সহকারী কমিশনার জানান, জেলা প্রশাসকের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী সরকারি হেফাজতে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।