Web Analytics
জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ঘোষণা করেছেন, দলটি ক্ষমতায় এলে অতীতে সাংবাদিকদের ওপর সংঘটিত নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করবে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা এবং সাংবাদিক সাগর–রুনির হত্যাসহ পূর্ববর্তী সরকারের সময় সাংবাদিকদের ওপর হওয়া জুলুমের বিচার করা হবে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ১২ দলীয় জোটের প্রার্থী মিয়াজী বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ এবং সমাজে সত্য তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের আহ্বান জানান, তারা যেন সাহসিকতার সঙ্গে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখনী চালিয়ে যান এবং সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরেন।

সভায় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস হেলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন পাটোয়ারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশীদ পাঠানের সভাপতিত্বে সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!