প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই থাকসিন বাংলাদেশে এসে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন। তিনি ইউনুসের মাইক্রোক্রেডিট মডেল অনুপ্রাণিত হয়ে নিজ দেশে একটি মাইক্রোক্রেডিট কর্মসূচি চালু করেন। এর জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস ছিলেন প্রধান অতিথি। সাক্ষাতে চিয়াং মাই ও চট্টগ্রামের মধ্যকার বিমান চলাচল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা যাত্রার সময় মাত্র এক ঘণ্টায় সীমিত হয়েছিল। থাকসিন স্মরণ করেন, খালেদা জিয়া উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রাম থেকে চিয়াং মাই একসঙ্গে ভ্রমণ করেছিলেন। আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় থাকসিনের সমর্থন কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, থাইল্যান্ডের সহযোগিতায় রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক পরিবেশ তৈরি হবে।