আসন্ন জাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা করেছে বাগছাস। তবে এই ঘোষণার পূর্বে সংগঠনটির এক নেতা পদত্যাগ ও আরেক নেতা পদত্যাগের হুমকি দেন। বুধবার রাতে জাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম পদত্যাগের ঘোষণা দেন। নাজমুল বলেন, “দলের কিছু প্রভাবশালী নেতা ত্যাগীদের অবমূল্যায়ন করছেন। প্যানেল গঠনে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে।" পাশাপাশি পদত্যাগের হুমকি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলম আরমানও। জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যোগ্য ও প্রতিনিধিত্বের উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন, তাদেরকেই প্যানেলে রাখা হয়েছে।” উল্লেখ্য, প্যানেলে ভিপি পদে আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম, এজিএস পদে জিয়া উদ্দিন আয়ান এবং নারী এজিএস পদে মালিহা নামলাহকে মনোনীত করা হয়েছে।