পাকিস্তানের পার্লামেন্ট সংবিধানের ২৭তম সংশোধনী পাস করেছে, যা সেনাপ্রধানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তাকে আজীবন আইনি দায়মুক্তি দেবে। এই সংশোধনী সুপ্রিম কোর্টের স্বাধীনতাও সীমিত করবে, ফলে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বুধবার জাতীয় পরিষদে ২৩৪ ভোটে পাস হওয়া এই বিলের মাধ্যমে সেনাপ্রধানকে প্রতিরক্ষা প্রধান হিসেবে নৌ ও বিমানবাহিনীর ওপর নিয়ন্ত্রণ দেওয়া হবে। মানবাধিকার সংস্থা ও বিরোধীরা বলছে, এটি পাকিস্তানকে সামরিক শাসনের দিকে ঠেলে দেবে এবং গণতন্ত্রের ভিত্তি দুর্বল করবে। সাংবিধানিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর আইনটি কার্যকর হবে।