দীর্ঘ রাজনৈতিক বিরোধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন। নির্বাচনী প্রচারণায় একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনার পর এই বৈঠকে দুই নেতা অতীতের তিক্ততা ভুলে একসঙ্গে কাজের অঙ্গীকার করেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, মামদানি যত ভালো করবেন, তিনি তত খুশি হবেন এবং তাকে সহযোগিতা করবেন। ট্রাম্প আরও জানান, মামদানির অনেক ধারণা তার সঙ্গে মিলে যায়। আগামী ১ জানুয়ারি দায়িত্ব নিতে যাওয়া মামদানি বলেন, নিউইয়র্ককে আরও সাশ্রয়ী ও বাসযোগ্য করতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী। উভয় নেতা শহরের উন্নয়ন, জনসেবা ও নাগরিক জীবনের মানোন্নয়নে যৌথভাবে কাজের প্রতিশ্রুতি দেন।