আলজাজিরা প্রকাশিত এক ভিডিওতে গাজার এতিম শিশুদের হৃদয়বিদারক অভিজ্ঞতা উঠে এসেছে। দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি হামলায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব হামলায় বহু শিশু বাবা-মাকে হারিয়েছে, আবার অনেক বাবা-মা সন্তানহারা হয়েছেন। ভিডিওতে দেখা যায়, এক শিশু জানায় তার বাবা-মা দুজনই মারা গেছেন, অন্য এক মেয়ে বলে তার বাবাকে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করেছে। কেউ কেউ বর্ণনা দেয়, তাদের বাবা খাবার বা লাকড়ি আনতে গিয়ে নিহত হয়েছেন। এই সাক্ষাৎকারগুলো গাজার শিশুদের মানসিক আঘাত ও মানবিক বিপর্যয়ের গভীরতা তুলে ধরে। অবরুদ্ধ গাজায় চলমান সহিংসতা ও আন্তর্জাতিক চাপের অভাব এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।