ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেখেন, ‘গাজার জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় এবং প্রেসিডেন্ট এল-সিসির আমন্ত্রণে আমার কায়রো সফরের সময়, আমরা মিশরের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজার সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব।' ফরাসি প্রেসিডেন্ট রোববার সন্ধ্যায় কায়রোতে যাবেন। সোমবার সকালে তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনটি একই দিনে মিশরের রাজধানীতে অনুষ্ঠিত হবে। ম্যাক্রোঁ গাজা উপত্যকা থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে মিশরের এল-আরিশ বন্দরও পরিদর্শন করবেন। তিনি মানবিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং ‘যুদ্ধবিরতির পক্ষে প্রচেষ্টা’ চালাবেন।