সৌদি আরব ফিলিস্তিন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা ইসরাইলি সংবাদমাধ্যমকে জানান, রিয়াদ অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিনের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে এবং ১৯৬৭ সালের সীমারেখা ভিত্তিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব। এ আশ্বাসের মধ্যেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ওয়াশিংটন রিয়াদের ওপর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চাপ বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি কর্মকর্তারা সৌদির অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় চারটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও সৌদি এখনো সেই পথে হাঁটেনি। এদিকে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আরব লীগ ও ফিলিস্তিন কর্তৃপক্ষের আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।