গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের সময় নিজের ভূমিকা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিতর্কিত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হলেও আন্দোলনের সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সময় নীরব থাকার কারণে সাকিবকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সমালোচকদের দৃষ্টিভঙ্গি তিনি সম্মান করেন, তবে নিজের অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই। তার মতে, সময়ের সাথে সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে পরিস্থিতির বাস্তবতা।
সরকার পতনের পর থেকে তিনি কার্যত নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং জাতীয় দলে তার ফেরার সম্ভাবনাও নেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি ঘোষণা দিয়েছেন, “স্বৈরাচারের সহযোগী” হিসেবে তিনি সাকিবকে আর জাতীয় দলে ফিরতে দেবেন না।