জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল গত ২৩ অক্টোবর এ দিন ধার্য করে। রায় উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে; পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার মোতায়েন রয়েছে এবং সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট থেকে চিঠি পাঠানো হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রমাণ আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট এবং তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। রায়কে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের নাশকতার আশঙ্কায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি জুলাই আন্দোলনসংক্রান্ত প্রথম মামলার রায় হতে যাচ্ছে।