বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে বলে তার জানা নেই। যদি কোনো বাধা থাকে, তা জানালে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তার নিরাপত্তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসিফ নজরুল আরও বলেন, দেশে ফেরার সময় নির্ধারণের ক্ষমতা একমাত্র তারেক রহমানের নিজের। কেন তিনি এখনও ফেরেননি, এমন প্রশ্নকে তিনি অরুচিকর বলে মন্তব্য করেন এবং বিষয়টিকে ব্যক্তিগত ও পারিবারিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি মা-ছেলের সম্পর্কের বিষয়, এ নিয়ে মন্তব্য করা তার জন্য শোভন নয়।