রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সমালোচনা করে বলেছেন, রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে—এমন সতর্কতা কেবলই ‘‘অর্থহীন মন্ত্র’’। ভালদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক সভায় তিনি বলেন, ন্যাটোতে রাশিয়ার হামলার ধারণা ‘‘সম্পূর্ণ অচিন্তনীয়’’। তাঁর মতে, ইইউ নেতারা যদি সত্যিই এতে বিশ্বাস করেন, তবে তারা হয় অযোগ্য, নয়তো জনগণকে ভুল পথে চালিত করছেন। তিনি ইউরোপীয় নেতাদের শান্ত হয়ে ভালো ঘুমাতে এবং নিজেদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় মনোযোগ দিতে আহ্বান জানান। পুতিন আরও বলেন, কয়েকটি দেশ—বিশেষত পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো—দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করছে, ইউক্রেনে রাশিয়া জিতলে তারা সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোতেও হামলা চালাতে পারে। তবে রুশ কর্মকর্তাদের দাবি, এসব সতর্কতা আসলে ভয় দেখানোর কৌশল, যার মাধ্যমে এসব দেশ নিজেদের সামরিকীকরণকে ন্যায্যতা দিচ্ছে। পুতিনের মতে, ইউরোপীয় নেতাদের উচিত ভীতি ছড়ানো বন্ধ করে অভ্যন্তরীণ অস্থিরতা সমাধানে মনোযোগী হওয়া।