মানহীন তেল দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে কেএফসি ফ্র্যাঞ্চাইজি, তেল সরবরাহকারী এবং আরও দুটি খাবার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি মামলাটি গ্রহণ করে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ ও ২৯ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে সংগৃহীত তেল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়, ওই তেল মানহীন এবং তা দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া, পল্টনের কস্তুরি রেস্টুরেন্ট দইয়ের গায়ে বিএসটিআই’র কোড ব্যবহার করে প্রতারণা করছিল। অপরদিকে ‘মা সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানেও মিষ্টিতে ভেজালের প্রমাণ পাওয়া গেছে।