লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ঘোষণা দিয়েছেন, দখলদার ইসরাইল ও অত্যাচারী যুক্তরাষ্ট্র কখনোই তাদের পরাজিত করতে পারবে না। ‘আল-সাইয়্যিদ প্রজন্ম’ শিরোনামের বিশাল স্কাউট সমাবেশে পাঠানো এক বার্তায় তিনি তরুণ স্কাউটদের ‘ইমাম মাহদীর উজ্জ্বল সৈন্য’ হিসেবে প্রশংসা করেন এবং প্রতিরোধের চেতনা আরও জোরদার করার আহ্বান জানান। কাসেম বলেন, শহীদদের রক্তে গড়া লেবানন একটি স্বাধীন ও মর্যাদাশীল জাতি হিসেবে টিকে থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি ফিলিস্তিন ও জেরুজালেমকে ন্যায়পথের প্রতীক উল্লেখ করে এই অঞ্চলের মুক্তি ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান। বার্তার শেষে তিনি বলেন, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে, আর হিজবুল্লাহর পতাকা থাকবে ‘উচ্চ ও অটুট’।