Web Analytics
আওয়ামী লীগের পলাতক কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা প্রায় ৪০০ কোটি টাকার ৩০টি পাজেরো গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেড় বছর ধরে চট্টগ্রাম বন্দরের কার শেডে আটকে থাকা এসব গাড়ি জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনে শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়। এর আগে গাড়িগুলো নিলামে তোলা হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি সম্ভব হয়নি।

কাস্টমস সূত্র জানায়, ২০২৪ সালের ডামি নির্বাচনের পর অন্তত ৪০ জন সাবেক এমপি ও মন্ত্রী নামমাত্র টাকায় এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেন। কোটাবিরোধী আন্দোলনের সময় অধিকাংশ গাড়ি খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে পড়ে। নিলামে সিন্ডিকেটের কারসাজির কারণে গাড়িগুলোর দাম এক থেকে পাঁচ লাখ টাকার মধ্যে ওঠে, যা সরকার প্রত্যাখ্যান করে। পরে আইনি জটিলতা কাটিয়ে গাড়িগুলো সরকারি পরিবহন পুলে ব্যবহারের সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, এ সিদ্ধান্তে জাতীয় সম্পদ নষ্ট না হয়ে কাজে লাগবে। ভবিষ্যতে কেউ শতভাগ শুল্ক পরিশোধ করলে গাড়ি ছাড়িয়ে নিতে পারবে। গাড়ি ব্যবসায়ীরা উদ্যোগটিকে ইতিবাচক বললেও নিলাম প্রক্রিয়া সংস্কারের পরামর্শ দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!