বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও নেওয়া হবে। ৩০০ আসনের এই নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো।
তফসিল ঘোষণার পরপরই লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে তিনি জানান, ফেব্রুয়ারির নির্বাচনের পর রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে চান। ২০২৩ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ সরকারের সময় তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও রাজনৈতিক অস্থিরতার পর সাহাবুদ্দিন দেশের শেষ সাংবিধানিক কর্তৃত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ ইঙ্গিত নতুন রাজনৈতিক ভারসাম্য গঠনের সম্ভাবনা তৈরি করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।