আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।' রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার নানা জটিলতা থাকা সত্ত্বেও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের চারপাশে জড়ো হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তারা তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল।' সরকার পরিবর্তন প্রসঙ্গে বলেন, ইসরাইলের হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করা, সরকার পতন নয়। আরও বলেন, ‘ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে আঘাত হানতে পারেনি ইসরাইল। সেগুলো এখনও অক্ষত আছে। পরস্পরের উচিত সমঝোতায় আসা।'