মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত তুলসী গ্যাবার্ডই হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। বুধবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে চূড়ান্ত হয় তার মনোনয়ন। তুলসীর গোয়েন্দাপ্রধান হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় জয়, কারণ তুলসী তার মন্ত্রিসভার সবচেয়ে বিতর্কিত সদস্যদের মধ্যে একজন ছিলেন। ৪৩ বছর বয়সি তুলসী ২০ জানুয়ারির পর ট্রাম্পের ১৪তম মনোনীত ব্যক্তি, যাকে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব উঠছে তার কাঁধে। গোয়েন্দা বিষয়ে প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন প্রাক্তন কংগ্রেসওম্যান। এই সময়ে ট্রাম্প বলেন, গোয়েন্দা সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মনোনিবেশ করবেন তুলসী।