বাংলাদেশ সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সভায় নিউ এইজের সম্পাদক নুরুল কবীর সভাপতি এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বিদায়ী সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন। সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সভায় সদস্যরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি নুরুল কবীর মুক্ত ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিতের অঙ্গীকার করেন, আর মাহফুজ আনাম দায়িত্বশীল ও প্রভাবমুক্ত গণমাধ্যম পরিচালনায় পরিষদের ভূমিকা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।