ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর ‘টেমু সংস্করণ’ বলে অ্যাখ্যা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। তিনি বলেন, ভারত ইসরাইলের খারাপ দৃষ্টান্ত অনুসরণ করছে। মোদিকে ‘কাশ্মিরের কসাই’ উল্লেখ করে বিলাওয়াল বলেন, ‘মোদি কাশ্মিরের মতো সিন্ধু উপত্যকাতেও একই রকম দমননীতির চেষ্টা করছেন।’ আরো বলেন, পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ এবং ‘র’ যদি একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব। উল্লেখ্য, টেম্পু হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস। যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায়। কিন্তু অনেক সময়ই সেগুলো হয় কম মানের বা মূল পণ্যের নিম্নমানের অনুকরণ।