Web Analytics
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি রাশিয়ার স্বার্থ ও মর্যাদাকে সম্মান করে, তবে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি ইউরোপে আক্রমণের অভিযোগ অস্বীকার করে বলেন, পারস্পরিক সম্মান বজায় থাকলে নতুন কোনো সামরিক অভিযান হবে না।

পুতিন আরও বলেন, রাশিয়ার ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, তবে ইউরোপ চাইলে রাশিয়া প্রস্তুত। তিনি শর্ত দেন, ন্যাটো যদি পূর্বাঞ্চলীয় সম্প্রসারণে প্রতারণা না করে, তাহলে যুদ্ধের প্রয়োজন পড়বে না। অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ওডেসা অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই বক্তব্য পশ্চিমাদের প্রতি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা যাচ্ছে, যা রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান প্রদর্শনের পাশাপাশি ন্যাটোর ওপর চাপ বজায় রাখার কৌশল হিসেবেও কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!