বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে, গণতন্ত্রকামী সবাই এক না থাকলে। এদিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্তি করতে চায়, তাদেরকে ভোটের রাজনীতি দিয়ে জবাব দেয়া হবে। মানুষ এখন ভাষণ ও শোষণের রাজনীতি পছন্দ করে না। নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি সোচ্চার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দিতে বলেন তিনি।