Web Analytics
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং মাদক ও সোশাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে। শুক্রবার বিকেলে আরামবাগ বালুর মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, তিনি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, তবে তরুণদের মেধা বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধারে কাজ করবেন।

তিনি বলেন, অতীতে তিনি যেসব মাঠ নির্মাণ করেছিলেন, সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল। এলাকার সন্তান হিসেবে তিনি সেই মাঠগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে তিনি শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ শেষে গণসংযোগে অংশ নেন এবং পরে আরামবাগ, অগ্রণী ক্লাব আইডিয়াল জোন ও ব্যাংক কলোনী মসজিদ এলাকায় প্রচারণা চালান।

রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নেওয়ার এবং রমনা কালীমন্দিরে মতবিনিময় করার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!