হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি নাঈম কাসেম শুক্রবার বলেন, 'হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না। ‘নিরস্ত্রীকরণ’ শব্দটাই আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে।’ শীর্ষ নেতা ওয়াফিক সাফা বলেন, ইসরাইল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না। নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট যোসেফ আউনের অভিষেক ভাষণে যেটি বলা হয়েছে, তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল। তবে এর আগে ইসরাইলকে সরে যেতে হবে, বন্দিদের মুক্তি দিতে হবে, এবং আগ্রাসন বন্ধ করতে হবে।’ এদিকে অস্ত্র বিরতি চুক্তি অমান্য করে লেবাননের পাঁচটি স্থানে রয়ে গেছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইতোমধ্যে লিতানি নদীর দক্ষিণে থাকা ২৬৫টি সামরিক ঘাঁটির মধ্যে প্রায় ১৯০টি লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।