মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন। এসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, বিলটি শিগগিরই মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে। তিনি বলেন, এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প সেসব দেশকে শাস্তি দিতে পারবেন যারা সস্তায় রাশিয়ার তেল কিনে পুতিনকে যুদ্ধে সহায়তা করছে। গ্রাহাম তার পোস্টে ভারত ছাড়াও ব্রাজিল ও চীনের নাম উল্লেখ করেন।
বর্তমানে রাশিয়া থেকে অশোধিত তেল আমদানির কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, ফলে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্ত হিসেবেও নয়াদিল্লির ওপর রুশ তেল আমদানি বন্ধের চাপ রয়েছে। ট্রাম্প প্রশাসন রাশিয়ার রসনেফ্ট ও লুকঅয়েল কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।
গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল প্রণীত এই বিল ট্রাম্প প্রশাসনকে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেবে, যার লক্ষ্য রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করা।