বিএনপি নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, গত ৩০/৪০ বছর কালিয়াকৈরের মানুষ এমপি হতে পারেনি। তিনবার এমপি হয়েছে শ্রীপুরের রহমত আলী। এলাকার ভোটার না হয়েও বারবার শেখ হাসিনার রাতের ভোটের এমপি হয়েছিলেন আ ক ম মোজাম্মেল হক। তাকে মন্ত্রী বানালেও এলাকার উপকার হয়নি। বাবলু বলেন, আমরা ৩১ দফা ঘরে-ঘরে, গ্রামে-গঞ্জে, হাট-বাজারে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ৩১ দফায় দেশের আগামী গণতন্ত্র, উন্নয়ন, সামাজিক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্পসহ সকল কিছুর একটা রূপ রেখায় দেওয়া হয়েছে।